নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া সদরে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব।
আহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুড়িমারা গ্রামের মনির হোসেনের ছেলে আশিক (২২), মনির হোসেনের স্ত্রী স্বপ্না খাতুন (৪০), রাজ আলী প্রধানের ছেলে নুরুল ইসলাম প্রধান (৬০), ফজল করিম প্রধানের ছেলে মনির হোসেন (৫২), নুরুল ইসলামের ছেলে আলাল ও কামাল। অপরপক্ষের আহতরা হলেন- বুড়িমারা গ্রামের মুজাফফর ব্যাপারির ছেলে ইউসুফ আলী (৬৫), শহীদ আলীর ছেলে আলমগীর (৪৫), মান্নান মিয়াজির ছেলে পিন্টু (৬৫) ও পিন্টুর ছেলে আরিফ হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বস্তিপুর মাঠের মধ্যের ২৫ কাঠা ধানের জমি নিয়ে নুরুল ইসলাম ও পিন্টুর মধ্যে বিরোধ চলছিলো। ওই জমিতে কিছুদিন আগে নুরুল ইসলাম ধান রোপণ করেছেন। আজ সকালে পিন্টু ও তার লোকজন ওই জমিতে সার দিতে যান। এসময় দুই পক্ষের লোকজন সেখানে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, জমি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছিল। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখনো মামলা বা আটক হননি।