তিতাস আহম্মেদঃ
কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের ছাত্রদল নেতার বাবা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আওয়ামীলীগ নেতাকে আটক করেছে ইবি থানা পুলিশ। আটককৃত আসামী হলেন হাতিয়া গ্রামের মৃত্যু আজিজ বিশ্বাসের ছেলে মোঃ জনি বিশ্বাস(৫০) নিজ ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক ও বতর্মান কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন।
দেশে চলমান অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর কর্মসূচির অংশ হিসেবে আসামি জনি বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছেন।
মোঃ উজ্জ্বল বিশ্বাস(বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া সদর থানা শাখার সাবেক যুগ্ম আহবায়ক) বাবা মৃত বকুল বিশ্বাস হত্যা মামলার অন্যতম এজাহার ভুক্ত ৪ নং আসামি জনি বিশ্বাস।
এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন দেশজুড়ে চলমান “অপারেশন ডেভিল হান্ট” কর্মসূচির অংশ হিসেবে একটি সফল অভিযান চালিয়ে বেশ কিছু দিন ধরে পালিয়ে বেড়ানো জনি বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।