নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী লীগকে ধ্বংসের জন্য বেগম জিয়া, ডক্টর ইউনুস, মামুনুল হকদের দায়ী কইরেন না আওয়ামী লীগ ধ্বংসের জন্য দায়ী শেখ হাসিনা কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে আল্লামা মামুনুল হক।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া হাই স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশের আয়োজন করা হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। পরে বিকেল পাঁচটার সময় গণ সমাবেশের মঞ্চে উপস্থিত হয়ে প্রধান অতিথি মামুনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতেও অনেক ক্ষমতা ছেড়েছেন তারা কারাবরণ করেছেন কিন্তু দেশ ছেড়ে দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দিয়ে একা পালিয়ে যাননাই, আর শেখ হাসিনা কাজটা কি করলেন আমি আওয়ামী লীগের কাছে প্রশ্ন করতে চাই। শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারের আখের গুছিয়েছে। এত বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগ টাকে ধ্বংস করে দিয়ে গেছেন। আওয়ামী লীগ ধ্বংসের কারণে নেতা কর্মীরা অন্য কাউকে দায়ী কইরেন না, বেগম জিয়া ডক্টর ইউনুস মামুনুল হকদের দায়ী কইরেন না আওয়ামী লীগ ধ্বংসের জন্য দায়ী শেখ হাসিনা।
এসময় গণ সমাবেশে মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।