মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
গণঅভ্যুত্থানে আহত-নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষপটে ৫ দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় কুষ্টিয়া এন এস রোডের ফায়ার সার্ভিসের সামনে গণধিকার পরিষদের জেলা শাখার অফিস থেকে বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল শুরু হয়ে একতারা মোড় অতিবাহিত করে কুষ্টিয়া পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস,গন অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তোকির আহমেদ, কুষ্টিয়া পৌর গনঅধিকার পরিষদের আহবায়ক ভিপি রঞ্জু, শ্রমিক অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিলন মালিথা,ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ রাজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুব অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক জিলহজ খান, সদস্য সচিব পাপ্পু, ছাত্র,যুব,শ্রমিক ও গন অধিকার পরিষদের কুষ্টিয়ার ৬ টি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।