সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়ার মিরপুরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা ঘটনা ঘটেছে ৷ শনিবার ১৫ জানুয়ারী বিকেল ৩টায় উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ সেন্টারপাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃত কিশোরীর নাম নাজনীন নাহার মীম(১৪) সে পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুরের বিপুল মন্ডলের মেয়ে।পোড়াদহ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলো সে।আত্মহত্যার সময় সে তার সৎ বাবা সোহেল রানার বাড়িতে অবস্থান করছিলো।
স্থানীয় যুবক সাইদুল জানান, ৭বছর বয়সে মীমের বাবার সঙ্গে মা মিনারা খাতুনের ডিভোর্স হয়।পরে মীমের মায়ের বিয়ে হয় কাকিলাদহের সোহেল রানার সাথে।মিম তার বাবার বাড়িতেই বড় হয়।
মিমের ১বছর পূর্বে বিয়ে হলেও কিছুদিন আগে আরেকটি ছেলের সাথে ঢাকায় চলে যায়।সেখানে ১দিন থাকার পরে বাড়ি চলে আসে।
পরে তার বাবার সাথে এ বিষয়ে মনোমালিন্যের কারনে সৎ বাবার বাড়িতে চলে আসে।পরে সৎ বাবার বাড়িতে অবস্থানকালীন আজ দুপুরে আত্মহত্যা করে।
মৃত কিশোরীর সৎ দাদী কোহিনুর খাতুন জানান-সকালে মিরপুর হাসপাতাল থেকে করোনার টিকা দিয়ে তার সৎ বাবার বাড়িতে যায়।এসময় সে দুপুরের খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমাতে যায়।
তার মা মিনারা খোজ নেয়ার জন্য দরজা বন্ধ পেয়ে ধাক্কা ধাক্কি করে দরজা খুলতে না পেরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায়,ওড়না দিয়ে গলায় ফাস দিয়ে ঝুলে আছে।পরে হাসুয়া দিয়ে ওড়না কেটে নামানোর পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মিরপুর হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মরিয়ম বেগম জানান আত্মহত্যাকারী মীমকে হাসপাতালে আনার পরে মৃত অবস্থায় পেয়েছি।পরে পুলিশে খবর দিয়ে লাশ হস্তান্তর করেছি।
মিরপুর থানার তদন্দকারী কর্মকর্তা এস আই আবু সাঈদ জানান হাসপাতাল থেকে সংবাদ পেয়ে আমরা এসে লাশ গ্রহন করেছি।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে ও অপ-মৃত্যু মামলা দায়ের করা হবে।