মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
২১শে ফেব্রুয়ারি ও মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার পক্ষ হতে রাতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা মোহাম্মদ জহিরুল ইসলাম সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।অন্যদিকে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতিকৃতিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশেরপক্ষে বিনম্র শ্রদ্ধা অর্পন করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।