নিজস্ব প্রতিনিধিঃ
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে গনঅধিকার পরিষদ (জিওপি) কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সুর্যোদয়ের পরে গনঅধিকার পরিষদ (জিওপি) কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল খালেক এন নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদের পরিচালনায় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন উক্ত সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
এসময় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ কর্মসূচি বিষয়ক সম্পাদক আহসান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম,যুব অধিকার পরিষদের আহবায়ক জিলহজ খান, সদস্য সচিব মিনহাজুল পাপ্পু, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কুষ্টিয়া পৌর কমিটি গনঅধিকার পরিষদের আহবায়ক ভিপি রন্জু সহ ছাত্র, যুব, শ্রমিক পরিষদের নেতাকর্মীরা।
এসময় জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো। বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়। তাদের সংগ্রামের কারণেই আজ আমরা মাতৃভাষা বাংলাতে স্বাধীনভাবে কথা বলতে পারছি। উল্লেখ, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।