নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার কুমারখালীতে একটি গোরস্থানে কবর খুঁড়ে দুইটি লাশ চুরির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর জিয়ারত করতে গেলে স্বজনেরা বিষয়টি দেখতে পায়।
এলাকাবাসী জানান, নগর সাঁওতা পশ্চিম পাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী মৃত সারা খাতুন (৮৫) ও মনিরুজ্জামানের ছেলে রাতুল (১৪) সম্পর্কে তারা দাদি ও নাতি। তাদের লাশের কঙ্কাল কবর খুঁড়ে নিয়ে গেছে কে বা কারা।
স্থানীয় রিজভী রহমান বলেন, ফজরের নামাজ শেষে বাবা দাদির করব জিয়ারত করতে আসলে দেখি দাদি ও চাচাতো ভাইয়ের কবর খুঁড়া। কবর থেকে কে বা কারা দুটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। ছোটো ভাই শারীরিক প্রতিবন্ধী হয়ে বছর দুয়েক আগে মারা যান।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ দিবো। পরে ঘটনার জানাজানি হলে স্থানীয় ও উৎসুক জনতা ভিড় করতে থাকে কবরস্থানে। এমন ঘটনায় আরও লাশ চুরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।