মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবোঝাই লেগুনা চাপায় এক মটরসাইকেল আরোহী ছানা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে দামুড়হুদা সদর উপজেলার হাতিভাংগা গ্রামের মৃত. আলী বক্সের ছেলে আঃ রাজ্জাক(৪৫) উপজেলা বাসস্ট্যান্ডের কাছে দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় যাত্রীবাহী একটি লেগুনা মটরসাইকেলকে ধাক্কা মারলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি পরীক্ষা-নিরিক্ষার পর আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করা করেন।তিনি জানান হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছেন। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।