সমাচার ডেস্ক অনলাইনঃ
বুধবার (২৭ জুলাই ২০২২) সকাল ৯ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশ কুষ্টিয়ার সুসজ্জিত ব্যান্ড পার্টি, স্থানীয় সুধী, গম্যমান্য ব্যাক্তিবর্গ ও ছাত্র – ছাত্রীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি’র বক্তব্যে বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। বর্তমানে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণে দেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ অনেক গুন বৃদ্ধি পেয়েছে এবং ২০২৫ সালের মধ্যে ২৪ শতাংশের বেশি উন্নীত করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, বনভূমি উজাড় হতে থাকলে, দৈনন্দিন আবহাওয়ায় যেমন প্রভাব পড়তে থাকে ঠিক তেমনই সামাজিক বনায়ন কর্মসূচি নিয়মিত প্রতিপালন না করে যদি বছরের পর বছর বনভূমি উজাড় করা হয় তাহলে জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে; যার ফলশ্রুতিতে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, ঘুর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি, মাটির লবণাক্ততা বৃদ্ধি, গাছপালা ও প্রাণী ধ্বংস, সুপেয় পানির সংকট, জীব বৈচিত্র ধ্বংস, মরুকরণ প্রভৃতি নানাবিধ প্রাকৃতিক সমস্যা দেখা দেয়। আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ মেলা ২০২২ উদ্বোধন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। বৃক্ষমেলা ২০২২ এর সকল কার্যক্রম শেষে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এবং জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম একটি তমাল গাছ লাগিয়ে আনুষ্ঠানিক ভাবে কুষ্টিয়া জেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জি এম মোহাম্মদ কবির, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, কুষ্টিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন ড. হায়াত মাহমুদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আলহাজ্ব মোঃ সদর উদ্দীন খান, সভাপতি, জেলা আওয়ামী লীগ কুষ্টিয়া ও চেয়ারম্যান, উপজেলা পরিষদ, খোকসা, মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া, স্থানীয় সুধী, গম্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীবৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।