নিজস্ব প্রতিনিধি।।
এসো আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষ রোপন ও পাখির অভয়ারণ্য তৈরী কর্মসূচি পালন করেছে আলোকিত কুষ্টিয়া।
বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে আলোকিত কুষ্টিয়া সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবকদলের সহ সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
আলোকিত আব্দালপুর ইউনিয়ন গড়তে এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন ও পাখির জন্য নিরাপদ প্রজনন অভয়ারণ্য গড়ে তুলতে গাছে গাছে হাড়ি বেঁধে দেওয়া হয়েছে। আগে দেখা মিলতো গাছে গাছে পাখি। বর্তমানে নিরাপদ স্থলের অভাবে পাখির দেখা মেলে না। দেশীয় পাখির বংশ বিস্তার এবং আগের মতো পাখির কলরব ফিরিয়ে আনতে গত ১বছর আগে থেকে সামাজিক সংগঠন, সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান আলোকিত কুষ্টিয়ার পথ চলা শুরু হয়েছে।
এসময় আলোকিত কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রাশিদুল ইসলাম রাশেদ, আলোকিত কুষ্টিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, আলোকিত আব্দালপুর ইউনিয়নের উপদেষ্টা ও ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি সদস্য মতিউর রহমান মাস্টার ও নাজমুল ইসলাম রকি, বৃক্ষ রোপন ও পাখির অভয়ারণ্য কর্মসূচি বাস্তবায়নকারি ও যুবদল নেতা রবিউল ইসলাম, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে আলোকিত কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলমগীর হোসেন বলেন, আমাদের দেশে ক্রমেই গাছের সংখ্যা কমে যাওয়ায় পাখিরা বাসা বাধার স্থান পাচ্ছে না। সে লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া গাছ থেকে আমরা অক্সিজেন পাই, প্রকৃতিকে সবুজ রাখতে গাছ লাগানোর বিকল্প নেই৷ গাছ লাগানোর পাশাপাশি এলাকার বিভিন্ন গাছে হাড়ি বেধে পাখিদের আবাসস্থল তৈরি করছি।এতে করে পাখিরা তাদের থাকার জন্য নিরাপদ স্থান খুজে পাবে।