নিজস্ব প্রতিবেদক :
দৌলতপুর থানা পুলিশ ভ্যানচালক ছদ্মবেশে অভিযান চালিয়ে একটি হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে। কুষ্টিয়ার দৌলতপুরে চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি আলামিনকে (৩০) পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেনের নেতৃত্বে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ই জুন সন্ধ্যায় উপজেলার ফারাকপুর বাজার এলাকায় আব্দুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় আব্দুল্লাহর পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে তৎপরতা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মামলার প্রধান আসামি আলামিন আত্মগোপনে আছেন। এরপর দৌলতপুর থানা পুলিশের একটি দল ভ্যানচালক সেজে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে ভেড়ামারা উপজেলার ফারাকপুর রেলগেট এলাকা থেকে আলামিনকে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, আটককৃত আসামি আলামিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।