নিজস্ব প্রতিবেদক :
স্বৈরাচার গেছে দিল্লী, রাজাকার যাবে পিন্ডি’ এমন শ্লোগানে শ্লোগানে উত্তাল কুষ্টিয়া শহরজুড়ে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল থেকে এমন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
এরআগে খন্ড খন্ড মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাসে জড়ো হন নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেল গেটে গিয়ে শেষ। সেখানে সংক্ষপ্তি সমাবেশ শুরু হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জি: জাকির হোসেন সরকার। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শ্রম বিষয়ক সম্পাদক নুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক জিএস আব্দুল মঈদ বাবুল।
এসময় সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে আজকের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়াও মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বিপক্ষে মব সৃষ্টি করেছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করেছে। প্রোপাগান্ডা সৃষ্টি কারীদের স্বপ্ন এই বাংলাদেশের মানুষ মেনে নিবে না।
বক্তারা বলেন, কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করছেন তারাও সাবধান হয়ে যান। এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির রোধে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কার্যকারী পদক্ষেপ নিতেও সমাবেশ থেকে দাবি জানান নেতারা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জহুরুল ইসলাম টিটু, খাজা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু, আব্দুস সালাম,বকুল আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন জোয়ার্দার, দপ্তর সম্পাদক শাহারিয়ার ইমন রুবেল। কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম টিপু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম টিপু, সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল রউফ রুবেল, সদস্য সচিব ইমতিয়াজ দিবস ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহানুর রহমান লিংকন। জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন।
দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুর রহমান আসাদ, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হোসেন সোহাগ, পৌর শাখার আহবায়ক মকলেছুর রহমান মখলেছ। মিরপুর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব জাহিদুর রহমান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম স্বপন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাশেম। কুমারখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুজ্জামান হাসান, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রনি আহমেদ সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।