নিজস্ব প্রতিনিধি।।
কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে শহরের সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শাজাহান আলী।
অনুষ্ঠানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সাইফুল হক এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আব্দুল গাফ্ফার এর সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, কৃষি অনুষদের ডিন অধ্যাপক জাহিদুল আমিন, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম, সিরাজুল ইসলাম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলীমা আক্তার ও বিদ্যালয়টি পরিচালনা পর্ষদ সভাপতি, শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। উদ্বোধনী এ ম্যাচে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কৃষি বিভাগ অংশ নেয়। জানা গিয়েছে, ৩ টি গ্রুপে ৯ টি ডিপার্টমেন্ট অংশ গ্রহন করবে। লীগ ভিত্তিক এ খেলাটি পরিচালনা করেন আহসানুল হক মিলন, সহকারী ছিলেন আবুল কালাম আজাদ, শাহাবুব রহমান।
এসময় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক শাজাহান আলী বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। শরীর ও মনকে ভালো রাখতে লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর খেলাধুলা করা উচিৎ। এদিকে সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। মেধার বিকাশ ঘটাতে শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগীতা মূলক বিষয় রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীদের অনুপ্রানিত করা। শিক্ষা মূলক বিভিন্ন বিষয়ে আগ্রহ তৈরী করতে হবে, যাতে করে মাদক মুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখে।