1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
মহেশখালীতে বন বিভাগের ঝটিকা অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ গাছ - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

মহেশখালীতে বন বিভাগের ঝটিকা অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ গাছ





এইচ.এম আকতার মিয়া, মহেশখালী।।





কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকা থেকে বন বিভাগের অভিযানে অবৈধভাবে কাটা বেশ কয়েকটি মূল্যবান গাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে শাপলাপুর বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী বিট কর্মকর্তা অর্জন কুমার নাথসহ অন্যান্য বন কর্মীরা অংশ নেন।

অভিযানে মোট ৬ টুকরা গর্জন, ৮ টুকরা আকাশমণি ও ২ টুকরা ইউক্যালিপ্টাস গাছসহ মোট ২৬ ফুট গাছ জব্দ করা হয়। গাছগুলো অবৈধভাবে কেটে ষাইটমারা এলাকায় রাখা হয়েছিল বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, স্থানীয় জনগণের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা গাছগুলো শাপলাপুর বিট অফিসে নিয়ে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, “বন সম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের কাজকে সহজ করে তুলছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

বন বিভাগ আরও জানায়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা।

উল্লেখ্য, মহেশখালীর বনাঞ্চল দীর্ঘদিন ধরে নানা ধরণের অবৈধ দখল ও বন উজাড়ের হুমকিতে রয়েছে। তবে সম্প্রতি বন বিভাগের নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এ ধরনের কর্মকাণ্ড কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!