আমলা কলেজে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। আয়োজিত র্যালিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাস সহ আমলা বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে এসে শেষ হয়। পরে শুরু হয় আলোচনা সভা, যেখানে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক প্রেক্ষাপট ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
আলোচনায় উঠে আসে দিনটির মূল বার্তা – “যারা স্বর্গরত তারা জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি”, যা উপস্থিত সবার মধ্যে দেশপ্রেমের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
আয়োজনে সহযোগিতা করেন কলেজের ইতিহাস বিভাগ এবং ছাত্র সংসদ। পুরো অনুষ্ঠানটি ছিল গভীর শ্রদ্ধা, বীরদের স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক অনন্য উদাহরণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম মনিরুল ইসলাম।