1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার ৩ জন আসামী গ্রেফতার : লুন্ঠিত মালামাল উদ্ধার - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার ৩ জন আসামী গ্রেফতার : লুন্ঠিত মালামাল উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পঠিত প্রিন্ট করুন




মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :





কুষ্টিয়ায় ব্যবসায়ীকে রাতের বেলায় একা পেয়ে মারধর করে মারাত্মক জখমপ্রাপ্ত করে মোটরসাইকেল, দুইটি মোবাইল ও তার কাছে থাকা ব্যাবসায়িক টাকা ছিনিয়ে নেয় একদল দূর্বৃত্তরা। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের হলে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীদের নিকট থেকে ভুক্তভোগীর ব্যবসায়ীর ছিনতাই হওয়া মোটরসাইকেল,মোবাইল ও টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ আগস্ট) রাতে কুষ্টিয়া শহরের কালেক্টরেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ সাগর আলী (৩৩) সাগরের ছোটভাই মোঃ নাগর আলী (২৫) ও একই এলাকার হাতেম আলীর ছেলে মোঃ আল আমিন ইসলাম (৩০)।

গত সোমবার (১০ আগস্ট ) থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) টানা চার দিন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই হাফিজের নেতৃত্বে এএসআই কাওসার,এএসআই জাহিদ, কন্সট্রেবল সেলিম রেজা, কন্সট্রেবল মেহেদী হাসান হিমেল সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেন।

এজাহার সূত্রে জানা যায়, ৬ আগষ্ট রাতে ব্যবসায়িক কাজ শেষ করে সৌরভ মনির শাওন অফিস থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ডিসি অফিস সংলগ্ন এলজিইডি ভবনের পিছনের রাস্তার মোড়ে এসে পৌছালে কয়েকজন দূর্বৃত্ত একটি ধুসর রংয়ের প্রাইভেট কার তার সামনে এসে রাস্তা আটকে গতিরোধ করে। তখন ভুক্তভোগী ব্যবসায়ী সৌরভ মনির শাওন কিছু বুঝে উঠার আগেই গাড়ি থেকে নেমে একজন তার মাথায় লোহার রড দিয়ে শ্বজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর চক্রের আরো কয়েকজন সদস্য গাড়ি থেকে নেমে ধারালো চাকু দিয়ে বুকে আঘাত করতে গেলে তিনি তার হাত দিয়ে ঠ্যাকালে তার হাত কেটে যায়। তারপর চক্রটির সংগবদ্ধ সদস্যরা ব্যাবসায়ীকে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারি কুপিয়ে ও আঘাত করে রক্তাক্ত জখম করে ব্যাবসায়ীর নিকট থেকে একটি পালসার মোটরসাইকেল, দুইটি মোবাইল,ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা ব্যবসায়ীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী
সৌরভ মনির শাওন কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পান কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান। মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়ার পর এসআই হাফিজুর রহমান সিসিটিভি ফুটেজ ও টেকনোলজি ব্যবহার করে আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামীরা দস্যুতা কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করতে সক্ষম হয়। এ ছাড়াও আসামীদের নিকট থেকে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া লুন্ঠিত একটি পালসার মোটরসাইকেল,দুইটি স্মার্ট মোবাইল ফোন ও সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করেছেন এসআই হাফিজুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে লুন্ঠিত মোটরসাইকেল,মোবাইল ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আরও লুন্ঠিত টাকা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের জন্য আদালতে গ্রেফতার তিন আসামির প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, একজন ব্যবসায়ীকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!