নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় ছোট উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ৫ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু করেছে সেতু। এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের আওতায়।
২০২৪-২০২৫ অর্থবছরের ৫ম ব্যাচের শিক্ষানবিশি কার্যক্রম হিসেবে এই প্রশিক্ষণটি গতকাল (২৪ আগস্ট) সকাল ৯টায় সেতু’র কুষ্টিয়া কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুর প্রধান কার্যালয়ের আইসিটি ব্যবস্থাপক সঞ্জয় কুমার বিশ্বাস। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে অংশগ্রহণ ও অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ উজ্জল হোসেন, সিএমও সোহানুর রহমান এবং এলএসইডি বন্দনা চাকি।
প্রকল্প সূত্রে জানা গেছে, রেইজ প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন ট্রেডে মোট ১৩৪ জন শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করছেন। এর মধ্যে এই ব্যাচে ২৫ জন শিক্ষানবিশ অংশ নিচ্ছেন, যা আগামী ২৮ আগস্ট ২০২৫ তারিখে সমাপ্ত হবে। সেপ্টেম্বরের মধ্যে আরও ৫টি ব্যাচে অবশিষ্ট শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেওয়া হবে।