নিজস্ব প্রতিনিধি।।
গ্রামীণ ঐতিহ্যকে সামনে রেখে গ্রাম বাংলার ঐতিহাসিক লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন বিএনপি মনোমুগ্ধকর ও প্রাণবন্ত লাঠি খেলার আয়োজন করা হয়। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৪টি দলের অংশ গ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। হাজারো দর্শনার্থীদের উপচেপড়া ভীর লক্ষ্য করা যায়, উৎসবটি হয়ে ওঠে জমজমাট। ঢাক ঢোল ও বাদ্যযন্ত্রের ঝংকারের তালে তালে লাঠিয়াল বাহিনীরা নৃত্যভঙ্গিমায় লাঠির কসরত প্রদর্শন করে। কখনো প্রতিপক্ষের আঘাত ঠেকিয়ে, আবার কখনোও পাল্টা আক্রমনে মেতে ওঠে খেলায় অংশ নেওয়া প্রতিযোগীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দালপুর ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য সাইদুল ইসলাম, এমদাদুল হক এমদাদ, আসাদুল ইসলাম মেম্বর, জাকির হোসেন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ইউসুফ আলী, সাবেক সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুল হক ফিন্টু, সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহরিয়ার মামুন, আব্দালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিপুল হোসেন। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন আব্দালপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মামুন অর রশিদ মামুন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা সানোয়ার হোসেন, আব্দুল হাই রিপন, ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
লাঠি খেলাকে ঘিরে পুরো এলাকা পরিনত হয় উৎসবমুখর। সব বয়সী মানুষ ভীর জমায় মাঠ প্রাঙ্গনে। দর্শকরা করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহী করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতি ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য লিয়াকত আলী বিশ্বাস বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই খেলার আয়োজন করেছি। লাঠি খেলা শুধু একটি বিনোদন নয়, এটি আমাদের গ্রামীন ঐতিহ্যবাহী সংস্কৃতি। হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। দীর্ঘদিন পরে দর্শনার্থীরা আনন্দোমূখর পরিবেশে খেলাটি দেখে। আমরা খেলাটি দেখে মনে হয়েছে শৈশবের স্মৃতিতে ফিরে গিয়েছি। প্রতি বছরে এই খেলার মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখা সম্ভব। তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এমন আয়োজনে সকলে অংশ নিতে হবে এবং উপভোগ করতে হবে। এই ঐতিহ্যকে রক্ষায় বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি।
এক দর্শনার্থী বলেন, প্রায় বিলুপ্তির পথে লাঠি খেলা। গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে সরকারি বেসরকারিভাবে নিয়মিত আয়োজন করতে হবে।
এদিকে খেলা শেষে আব্দালপুর বাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে শোভাযাত্রা বের করে৷ শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দালপুর বাজারে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় আব্দালপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ প্রত্যাশা করেন আগামী নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন পেলে কুষ্টিয়া হবে আধুনিক রোল মডেল জেলা।