সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়ার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নে বাড়ি থেকে পালিয়ে খালার বাড়িতে এসে বিষপানে সাগর ইসলাম ( ১৭ ) ও বর্ষা খাতুন(১৬) নামে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে । তাদের ভালোবাসার সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন ঝাউদিয়ায় ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাগর ইসলাম ( ১৭ ) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন মির্জাপুর ইউনিয়নের শাহীন বিশ্বাসের ছেলে এবং অপরজন দশম শ্রেণির শিক্ষার্থী বর্ষা খাতুন(১৬) পাশের এলাকা গোবিন্দপুর গ্রামের হালিম মন্ডলে মেয়ে।
বর্ষা খাতুন(১৬) দশম শ্রেণির শিক্ষার্থী ও সাগর ইসলাম (১৭) কৃষি কাজ করতো বলে জানা গেছে।
জানা যায়, ঝিনাইদহ জেলার ছেলে ও মেয়ে পালিয়ে এসে ঝাউদিয়া ইউনিয়ন বৈদ্যনাথপুর গ্রামে ছেলের খালার বাড়িতে পালিয়ে আসে প্রেমিক -প্রেমিকা। পরে সেখানে তারা বিষপানে আত্মহত্যা করে।
পরিবার সুত্রে জানাযায়, গতকাল ১২ আগস্ট ছেলে মেয়ে দুজন পালিয়ে আসে। পরে অনেক খোঁজাখুঁজি করে আমরা পায়নি। আজ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিট সময় আমরা খবর পায় তারা বিষপানে আত্মহত্যা করেছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জাহিদ জানান, ঝিনাইদহ জেলা থেকে সাগর ও বর্ষা নামের প্রেমিক- প্রেমিকা গতকাল ছেলের খালার বাড়ি ঝাউদিয়া এলাকায় পালিয়ে আসে। পরে আজ দুপুরে তারা একটি ঘরে বিষপান করে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পারলে পুলিশে খবর দিলে আমরা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।