সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)
খরিপ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে আজ রোববার দুপুরে প্রনোদনা কর্মসূচির আওতায় সরকারের বিনামুল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এলাকার ১৭ শো’ কৃষকের মাঝে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ প্রনোদনা কর্মসূচির আওতায় সরকারের বিনামুল্যের সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের বিনামুল্যের সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হাসান আলী,স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিন মুজাইন নাবিলা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।