সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে মহেশপুর উপজেলার পুরন্দপুর থেকে তাদের কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র এস এস পাইপ, হাসুয়া উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, কোঁটচাদপুর উপজেলার আখসেন্টার পাড়ার মমিন পাঠানের ছেলে শীর্ষ সন্ত্রাসী রেজাউল পাঠান (৪০),জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নয়ন (২৮) ও একই গ্রামের একরামুল (৩০)।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে ছিনতাইয়ের প্রস্তুুতিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ আরো জানান, আটক রেজাউল পাঠান তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর আগে সে একাধিক বার র্যাব-পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।তাদের ঝিনাইদহ আদালতে প্রেরণের করা হয়েছে।