সমাচার ডেস্ক অনলাইনঃ
আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জেলার ৬টি উপজেলায় প্রার্থীতা ঘোষনা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রার্থীতা প্রকাশ করেছেন।
নির্বাচনের মধ্যে জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে অফিস ও হাটে-বাজারে, চায়ের স্টলে আলোচনা শুরু হয়েছে। ভোটার গণ হলেন সবাই জনপ্রতিনিধি ভোট রয়েছে জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে। প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। জেলা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝেও-আলোচনা চলছে।
গতকাল জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা জেলা পরিষদের সদস্যদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
জেলা পরিষদের সদস্য (মিরপুর উপজেলা) হিসেবে টিউবওয়েল প্রতীক পেয়েছেন ইব্রাহীম খলীল।
ইব্রাহীম খলীল কুষ্টিয়া জেলা কৃষক লীগের সহসভাপতি।
তিনি বলেন, আমি জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবো। আমি জনগনের সেবক হয়ে কাজ করতে চায়। আশা করি ভোটাররা আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিবেন। আমি সকলের দোয়া প্রত্যাশী।
তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।