সমাচার ডেস্ক অনলাইনঃ
প্রতি বছরের ন্যায় মাসব্যাপী ২০ হাজার তালের বীজ রোপণ ও বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য কুষ্টিয়া।
তারই ধারাবাহিকতায় “বেশি করে তাল গাছ লাগান, প্রাকৃতিক দূর্যোগ হতে রক্ষা পান” এই প্রতিপাদ্য নিয়ে
শনিবার ( ১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের সিরাজুল ইসলাম মুসলিম হাই স্কুলের মাঠে জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সহযোগিতায় এবং এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে তালের বীজ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
তালের বীজ রোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট অনুপ কুমার নন্দী।
এসময় উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষিকা নীলিমা আক্তার, এপেক্স কুষ্টিয়ার প্রেসিডেন্ট কামাল আহমেদ করিম, এপেক্স সিয়ান আতিকুর রশিদ টিপু,এপেক্স সিয়ান সার্ভিস ডিরেক্টর মোঃ নাঈম কোরাইসী লিটন, এপেক্স সিয়ান বিশিষ্ট আয়কর আইনজীবী মোঃ গোলাম কিবরিয়া খান সাগর, এপেক্সিয়াল সেলিম রেজা,রজব আলী ও বীজ প্রদানকারী প্রকৃতি যোদ্ধা দি ফক্সম্যান খ্যাত শাহাবউদ্দিন মিলন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এ বছর কুষ্টিয়া জেলা সহ সারাদেশে অনেক ব্যাক্তি বজ্রপাতের কারনে আহত ও নিহত হয়েছেন। আমি ও আমার সংগঠন তারই চিন্তা ধারায় ২০০৫ সাল থেকে এমন উদ্যোগ গ্রহণ করে প্রতিবছর কুষ্টিয়া জেলাব্যাপী তাল বীজ রোপণ ও বিতরণ করে যাচ্ছি। আর তাই প্রতিবারের ন্যায় এ বছরও আমার সংগঠনের পক্ষ থেকে ২০ হাজার তাল বীজ রোপণ ও বিতরণের সিদ্ধান্ত নিয়েছি এবং বীজ রোপণের জন্য বাইপাস সড়কের দুই ধার এবং গড়াই নদীর তীরকে বেছে নিয়েছি কারণ এখানে অনেক মানুষের বসতি যাতে বজ্রপাতে কোন মানুষের ক্ষতি না হয় এবং এটা থেকে তারা শিক্ষা গ্রহণ করে প্রতিটি বাড়িতে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ হয় এটাই আমার এবং আমার সংগঠনের লক্ষ্য। পৌরসভার সকলকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে বলবো, আপনাদের বাসায় পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন।আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রাঘাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি।এই বীজ রোপন এর ফলে এলাকার মানুষের মধ্যে মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। “প্রকৃতি বাঁচান নিজে বাঁচুন”তাল গাছকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রধান হাতিয়ার করে গড়ে তুলুন। আপনার এলাকায় ও তালবীজ রোপণ করতে আমাদের সহযোগীতা করুন, আমরা বীজ দিয়ে আপনাদের পাশে থাকবো।