সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড মহেশপুর উপজেলা থেকে সদস্য পদে (বৈদ্যুতিক পাখা) প্রতীকে বিজয়ী হয়েছেন লিটন মিয়া। তাঁর প্রাপ্ত ভোট ১৪৩ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ হাশেম আলী টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট।
আজ সোমবার(১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) মহেশপুর জেলা অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কেন্দ্রে ভোটার ছিল ১৭২ জন। এর মধ্যে ১৭২ জনই ভোট প্রয়োগ করেছেন। ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরের সার্বিক নিরাপত্তার দায়িত্বে পুলিশ,ও আনসার মোতায়েন করা হয়।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
তিনি বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক ছিল। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় লিটন মিয়া জানান, এই বিজয় সকলের। সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আমাকে বিজয়ী করায় ভোটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে মহেশপুর উপজেলাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।