সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
গত ১৭ই অক্টোবর ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে ৬নং মহেশপুর ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য লিটন -কে ভৈরবা পশু হাটের আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার ভৈরবা বাজারে হাট চলাকালীন ইজারাদার ও ব্যবসায়ীরা এই সংবর্ধণা প্রদান করেন।
ভৈরবা পশু হাটের ইজারাদার হাসান সাইদ বলেন,লিটন ভাই আমাদের পশু হাটের একজন পার্টনার।তিনি সদস্য নির্বাচিত হওয়ায় আমরা খুশি।
সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য লিটন বলেন,ভোটের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলার সকল ধরনের উন্নয়ন করবো।সেই সাথে ভৈরবা পশু হাটের উন্নয়ন ও সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।