1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
মেঘনায় জমি লিখে না দেওয়ায় মা'কে পিটিয়ে জখম করল ছেলে - দৈনিক দিনের সমাচার
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন  জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

মেঘনায় জমি লিখে না দেওয়ায় মা’কে পিটিয়ে জখম করল ছেলে




মোঃ নাজিম উদ্দিন (নিজাম)
কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ




মেঘনায় মাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামে।

মোসাঃ হাসনা বানু (৭০) নামে এক বৃদ্ধা মাকে তার ছেলে মোঃ ছিদ্দিক তার বউ ও সন্তানদের নিয়ে পিটিয়ে জখম করেছে,
এ বিষয়ে মোসাঃ হাসনা বানু (৭০) মেঘনা থানায় অভিযোগ করেছেন।
সরেজমিনে গেলে জানা যায়,
দীর্ঘদিন ধরে চলে আসছে এই অত্যাচার। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার সালিশ করেছেন অনেকবার।
তাতেও কোন কাজ হচ্ছে না।
কারণ জানতে চাইলে হাসনা বানুর স্বামী মোঃ খলিল বেপারী (৭৫) বলেন, আমি বেঁচে থাকা অবস্থায়-ই আমার ছেলেরা আমি সহ আমার স্ত্রী’র কেউ ভরণপোষণ করে না।
ছেলেদের মতিগতি ভালো না দেখে আমি আমার জায়গা সম্পত্তি আমার স্ত্রী’র নামে লিখে দেই।
এরপর থেকে আমার ছেলে মোঃ ছিদ্দিক আমাকে ও আমার স্ত্রীকে অনেক বার মারধর করে।
আমার মেয়েরা আমাদের দেখাশোনা করে দেখে ওরা মনে করে আমরা হয়তো মেয়েদের জায়গা সম্পদ লিখে দিবো এজন্য আমার মেয়েরা আসলে মেয়েদেরকে ও অত্যাচার করে।
এখন আমরা অনেক অসহায় অবস্থায় আসি।

হাসনা বানু বলেন, তাহারা অত্যন্ত উগ্র প্রকৃতির লোক। আমাকে ও আমার স্বামীকে কোন প্রকার ভরনপোষণ দেয় না এবং কোন প্রকার কোন খোঁজ খবরও নেয় না। আমি অতি কষ্ট করে আমার ছোট ছেলে মোঃ পারভেজের সাথে থাকিয়া জীবন যাপন করি।
আমি আমার বাড়ীর জায়গা অভিযুক্ত ছিদ্দিকের নামে দলিল করিয়া দেওয়ার জন্য প্রায় সময় আমার ও আমার ছোট ছেলে এবং তার পরিবারের লোকজনদেরকে অমানবিক অত্যাচার নির্যাতন ও জোরজুলুম সহ আমাদেরকে হুমকী ধামকী দিতে থাকে।
এ নিয়ে এলাকার পঞ্চায়েতগন বহুবার বিচার সালিশ করেছেন। পঞ্চায়েতগনের বিচার অমান্য করিয়া পূর্বের ন্যায় আমাদেরকে অমানবিক অত্যাচার নির্যাতন করেই আসছে।
এ ঘটনার দুইদিন আগে আমাদের বাড়ীতে থাকা টিউবয়ল ভাঙ্গিয়া ফেলে।
আমি স্থানীয় পঞ্চায়েতগনের নিকট বিচার প্রার্থী হই। তাতেই ক্ষিপ্ত হয়ে গত ১৭ অক্টোবর সকাল ০৮:০০ ঘটিকার সময় আমাদের বাড়ীতে আসিয়া আমাদেরকে অত্যন্ত খারাপ ভাষায় গালমন্দ করে ডাকাডাকি করতে থাকে। তখন আমি এর প্রতিবাদ করলে অতর্কিত ভাবে আমাকে ও আমার মেয়ের ঘরের নাতনীকে আক্রমন করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে।আমি ও আমার নাতনীর মাথাসহ শরীরে বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। আমাদের চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আসিয়া আমাদেরকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে আমি বাদী হয়ে মেঘনা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত ছিদ্দিকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ তারা মিয়া ও মহিলা মেম্বার মোসাঃ উম্মে কুলসুম শান্তি বলেন, আমরা অনেকবার বিচার সালিশ করার পরও কোন সুরাহা হচ্ছে না।
আমরা এর একটা স্থায়ী সমাধান চাই।

মেঘনা থানা ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি জনাব মোঃ ছমি উদ্দিন বলেন, আমি বিষয়টি অবগত আছি, আমরা এর সঠিক তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসবো।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!