সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার হাজীডাঙ্গা নামক স্থানে মঙ্গলবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহ পরান (১৭) ও তার মামাতো ভাই আল মাহমুদ (১৮) নামে দুই মোটরসািকেল আরোহী যুবক নিহত হয়েছে। শাহ পরাণ মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে এবং মামাতো ভাই আল মাহমুদ একই গ্রামে নেছার উদ্দীনের ছেলে। দুই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শারমিন আক্তার জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবককে হাসপাতালে আনা হয়।এর মধ্যে শাহ পরান ঘটনাস্থলেই নিহত হয়।উন্নত চিকিৎসার জন্য আল মাহমুদ কে যশোর আড়াইশ বেড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জের বারোবাজার নামক স্থানে তারও মৃত্যু হয়। বিষয়টি নিয়ে মধুহাটি ইনিয়নের বাজারগোপালপুর পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, মঙ্গলবার সন্ধ্যার পর জিয়ানগর বাজার থেকে কোটচাঁদপুর যাওয়ার সময় হাজীডাঙ্গা গ্রামের মোড়ে দুই যুবক দুর্ঘটনায় পতিত হয়। এরমধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হওয়ার কথা শুনেছি। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় যশোর নিয়ে যাওয়া হচ্ছিল।তিনি জানান, দূর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য আমি এখন ঘটনাস্থলে রওনা হয়েছি।