সমাচার ডেস্ক অনলাইনঃ
ঝিনাইদহের কালীগঞ্জে দুই কুকুরের কামড়ে সাংবাদিক ও ব্যবসায়ীসহ প্রায় ৩৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পৌর এলাকার বিভিন্ন এলাকার এসব মানুষকে কামড়ে জখম করে কুকুর দুটি।
আহতদের মধ্যে ২০ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। কুকুরে কামড়ানোর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগী বেশি হওয়ায় ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত ১৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদের পরে দেওয়া হবে বলে জানিয়েছে পৌর ও হাসপাতাল কর্তৃপক্ষ।