সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেছেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের জনকল্যাণে কাজ করতে হবে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চতুর্থ ধাপ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনি কর্মকর্তা আনিসুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলসহ তিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।