1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়া পৌর বিজয় উল্লাসে ২৫ শে মার্চ কাল রাতের গণহত্যায় শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়া পৌর বিজয় উল্লাসে ২৫ শে মার্চ কাল রাতের গণহত্যায় শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

সমাচার ডেস্ক অনলাইনঃ

১৯৭১ সালের ২৫ শে মার্চ কাল রাতে নৃশংস গণহত্যা সংগঠিত হয় ঢাকাসহ দেশব্যাপী। পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত সশস্ত্র হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে গোটা বাঙালী জাতি। সেদিন রাতে প্রায় তিন লক্ষ নিরীহ বাঙালীকে হত্যা করে পাক হানাদার বাহিনী। পৃথিবীর ইতিহাসে এক রাতে এতো বড় গণহত্যা বিরল ঘটনা।

এই হামলার কড়া জবাব দিতেই অপ্রস্তুত জাতিকে ৭ই মার্চের ভাষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাক্তিস্থানের দুঃশাসন ও দমন নীপিড়নের হাত জাতির মুক্তির জন্য স্বাধীনতার ছায়া ঘোষণা দেন।

এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে বাঙলির স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ শহীদ এবং তিন লক্ষ নারীদের সম্ভ্রমহানী সহ অমানবিক নির্যাতনের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

প্রকৃতপক্ষে ২৫ শে মার্চ নির্মম গণহত্যা না ঘটলে স্বাধীনতার সূত্রপাত আরম্ভ হতো না। এই প্রতিপাদ্যে সেদিনের ভয়াল রাতে নিহত সকল শহীদদের স্মৃতি স্মরণে সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসে। শতাধিক প্রদীপ জালিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় তাদের আত্মত্যাগের মহিমা।

সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, বিশিষ্ঠ লেখক ও গবেষক ড. আমানুর আমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া পৌরসভার মেয়র জনাব আনোয়ার আলী।

প্রধান আলোচক হিসেবে ২৫শে মার্চের কাল রাতের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জনাব শাহীন সরকার, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্যের সভাপতি শাহাবুদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল।

জোটের সিনিয়র সংগঠক ও ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহাসচিব এস এম শামীম রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের আইন সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক উপ তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক, যুবনেতা তুহিন খান, জোটের সিনিয়র সংগঠক ও সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রতিনিধি শাহাবউদ্দিন শেখ, জোটের সংগঠক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ, তামিমুর রহমান তামিম, বট ছায়ার সভাপতি ইলিয়াস আহম্মেদ জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শোভন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জারিফ, কুষ্টিয়া নারী উক্তোদা (কুনাউ) এর প্রতিষ্ঠাতা খাইরুল বাসার তৌহিদ, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের তানভীর আহমেদ, ব্লাড ডোনেশন আর্মি কুষ্টিয়া শাখার সমন্বয়ক ওমর ফারুক, সামাজিক সংগঠন কালপুরুষের যুগ্ম আহবায়ক শিমুল বিশ্বাস, স্বপন হোসেন, অপু হুসেন, হিমু পরিবহন কুষ্টিয়ার সংগঠক মোঃ মাহফুজার রহমান ও মোঃ সোহান আলী, ইয়ুথ পাওয়ার কমিউনিটি সংগঠক তাসিনসহ জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর সংগঠকবৃন্দ।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!